শিক্ষা

নিজের ওপর বিশ্বাস রেখে মনের কথাটাই শুনতে হবে

বাংলাদেশের শিক্ষার্থীদের নিজেদের ওপর বিশ্বাস ধরে রাখতে এবং মনের কথা শুনতে আহ্বান জানিয়েছেন অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শারমিন ওবায়েদ চিনয়।

Advertisement

সবাইকে জীবন থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যর্থতাই সাফল্যের পথ তৈরি করে দেয়। কারণ, একটা পথ বন্ধ হলে প্রকৃতির নিয়মেই আরেকটি পথ খুলে যায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক শারমিন ওবায়েদ চিনয় বলেন, সবার কথা শোনা এবং নির্ভয়ে সবাইকে কথা বলতে দেওয়াটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্ভয়ে ন্যায়ের পক্ষে কথা বলা প্রয়োজন। যখন, যে অবস্থায়ই থাকুন না কেন, সাহসের সঙ্গে নিজের মত প্রকাশ করাটা অত্যন্ত জরুরি।

Advertisement

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।

সমাবর্তনে ভেলিডিক্টোরিয়ান বক্তব্য দেন চ্যান্সেলর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী শিহাব মুহতাসিম ও সমাপনী বক্তব্য দেন সমাবর্তন কমিটির কো-চেয়ার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী।

এবারের সমাবর্তনে চার হাজার ৮২৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দুজনকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ২৮ জনকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।

এএএইচ/এমকেআর

Advertisement