তথ্যপ্রযুক্তি

এক চার্জে ১৬ দিন চালাতে পারবেন এই স্মার্টওয়াচ

স্মার্টফোনের প্রায় সব কাজই করা যায় হাতে থাকা স্মার্টওয়াচে। জনপ্রিয় স্মার্টওয়াচ সংস্থা ওয়ানপ্লাস নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। সংস্থার দাবি, এক চার্জে এই স্মার্টওয়াচ চলবে ১০০ ঘণ্টা। ওয়ানপ্লাস এবার ওয়াচ ৩ নিয়ে এলো বাজারে।

Advertisement

ওয়ানপ্লাস ওয়াচ ৩ বিভিন্ন স্বাস্থ্য পর্যবেক্ষণ ফিচার সম্বলিত, যেমন হার্ট রেট মনিটরিং, রক্তের অক্সিজেন লেভেল পরিমাপ এবং ঘুমের মান বিশ্লেষণ। এতে বিভিন্ন স্পোর্টস মোড রয়েছে, যা ব্যবহারকারীদের বিভিন্ন শারীরিক কার্যক্রম ট্র্যাক করতে সহায়তা করে।

স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে কল, মেসেজ এবং অন্যান্য অ্যাপের নোটিফিকেশন সরাসরি ঘড়িতে পাওয়া যায়। ওয়ানপ্লাস ওয়াচ ৩ এর ডিজাইন মসৃণ এবং আধুনিক, যা ব্যবহারকারীর স্টাইলের সঙ্গে মানানসই। এতে উচ্চমানের উপকরণ ব্যবহার করা হয়েছে, যা ঘড়িটিকে টেকসই এবং আরামদায়ক করে তোলে।

এই স্মার্টওয়াচটির ব্যাটারি লাইফ অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ ব্যবহারে একবার চার্জে এটি পাঁচ দিন পর্যন্ত চলতে সক্ষম। পাওয়ার-সেভিং মোডে ব্যবহার করলে একবার চার্জে ১৬ দিন পর্যন্ত চলবে। যারা বারবার চার্জ দিতে চান না, তাদের জন্য এটি একটি আদর্শ স্মার্টওয়াচ হবে।

Advertisement

ওয়ানপ্লাস ওয়াচ ৩ এর সুনির্দিষ্ট মূল্য সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। তবে, ওয়ানপ্লাস সাধারণত তাদের পণ্যগুলোর জন্য প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করে থাকে, যা বাজারের অন্যান্য স্মার্টওয়াচের সঙ্গে তুলনামূলকভাবে সাশ্রয়ী।

আরও পড়ুন স্মার্টফোনের বেল্ট থেকেও হতে পারে ক্যানসার, বলছে গবেষণা অ্যাপল ওয়াচে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এএসএম

Advertisement