রাজধানীর দক্ষিণখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আরিফুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
Advertisement
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, আমরা খবর পেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে দক্ষিণখান থানার তালতলা এলাকার রাস্তার ওপর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রাতে বাসায় ফেরার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতকদের ধরার চেষ্টা করছি।
ঢামেক বহির্বিভাগের সামনে থেকে মরদেহ উদ্ধার
Advertisement
ঢামেক হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। শাহবাগ থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস
Advertisement