রাজনীতি

জাতীয় শহীদ সেনা দিবসে বিএনপির সমর্থন, কর্মসূচি ঘোষণা

সরকার যে জাতীয় শহীদ সেনা দিবস পালনের ঘোষণা দিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দিবসটি উপলক্ষে কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় রিজভী বলেন, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি বিএনপি অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এই দিনটি। এবার দিনটি সরকারের পক্ষ থেকে জাতীয় শহীদ সেনা দিবস পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয়ভাবে দিবসটি পালনে সরকারের ঘোষণার প্রতি বিএনপি সমর্থন জানাচ্ছে।

তিনি বলেন, এত দিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের কৃত অপকর্ম ঢেকে রাখার জন্য দিবসটিকে আড়াল করে রাখার চেষ্টা করেছে।

Advertisement

শহীদ সেনা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি২৫ ফেব্রুয়ারি সকালে বনানী সেনা কবরাস্থানে নিহদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে দোয়া করা। বিকেলে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা। সারাদেশে জেলা-মহানগরে দোয়া অনুষ্ঠান।

কেএইচ/এমআইএইচএস/এমএস