আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বাংলাদেশকে ঠিক করতে হবে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর

বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, তা তাদের নিজেদেরই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ঢাকা যদি নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করা চলবে না।

ভারতে টানেলে আটকা ৮ কর্মীর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম

Advertisement

ভারতের তেলেঙ্গানায় ধসে পড়া টানেলে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকা ৮ কর্মীকে বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করছে কর্তৃপক্ষ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নাগারকুর্নুলের শ্রীশাইলম বাঁধের পেছনের টানেলে একটি ছিদ্র মেরামত করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় টানেলটির কিছু অংশ ভেঙে পড়ে।

ইউক্রেন যুদ্ধের তিন বছর, কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় নেতারা

ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে কিয়েভে আসতে শুরু করেছেন ইউরোপীয় নেতারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।

বিদেশি নেতারা পা রাখতেই বিমান হামলার সাইরেন বাজলো কিয়েভে

Advertisement

ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে রাজধানী কিয়েভে সফর করছেন কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এদিকে বিদেশি নেতারা কিয়েভে পা রাখতেই সেখানে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, রেকর্ড সাফল্য ডানপন্থিদেরও

জার্মানির জাতীয় নির্বাচনে ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীলরা জয়লাভ করেছে। প্রত্যাশিত ৩০ শতাংশ ভোট না পেলেও তারা প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় অনেক এগিয়ে রয়েছে। উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মের্জ বলেছেন, আজ রাতে আমরা উদযাপন করবো, আর সকাল থেকে কাজ শুরু করবো। তিনি আরও বলেন, এখন আমাদের কাঁধে বড় দায়িত্ব এসে পড়েছে।

জয়ী হয়েই যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার আহ্বান জানালেন মেৎর্স

ফ্রেডরিখ মেৎর্স বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ইউরোপের নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নয়। তাই আমাদের স্বাধীনভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ট্রাম্পের ‘অন্যায়’ প্রস্তাবে না বলতে পারবে ইউক্রেন?

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের আলোচনা জটিল রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, দেশটি যে সহায়তা দিয়েছে, তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদ, বন্দর ও অন্যান্য শিল্পখাত থেকে অর্জিত মুনাফার একটি বড় অংশ হস্তান্তর করতে হবে। গত ২৩ ফেব্রুয়ারি কিয়েভে এক বক্তব্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই শর্তকে ‘অন্যায়’ ও ‘ব্ল্যাকমেইল’ বলে তা প্রত্যাখ্যান করেন।

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তারাও ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে

মরুর দেশ সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা শূন্য ডিগ্রিতে নামার শঙ্কা তৈরি হয়েছে।

কর্মীর বাহুতে হাত রাখায় নিউজিল্যান্ডে মন্ত্রীর পদত্যাগ

এক কর্মীর বাহুতে হাত রাখার ঘটনায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। তার বিরুদ্ধে ‘অত্যধিক কর্তৃত্বপূর্ণ আচরণের’ অভিযোগ উঠেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বেইলি বলেছেন, তিনি ঘটনাটির জন্য ‘গভীরভাবে দুঃখিত’। তবে তার দাবি, এটি কোনো বিতর্ক ছিল না, বরং ‘উৎসাহী আলোচনা’ ছিল মাত্র।

এসএএইচ/এমএস