জাতীয়

পরিবেশ দূষণ রোধে দক্ষিণ সিটিতে ক্লিন সপ্তাহ শুরু

পরিবেশ দূষণ রোধে সড়কে জমে থাকা বালি বা মাটি, ঝরা পাতা, ব্যানার-ফেস্টুন অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ‌‘ক্লিন সপ্তাহ -২০২৫’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

Advertisement

রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই বিশেষ পরিচ্ছন্নতা ক্লিন সপ্তাহ শুরু হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি জানান, ক্লিন সপ্তাহ-২০২৫ অভিযানে ডিএসসিসির প্রত্যেক ওয়ার্ডে সড়কের মিড আইল্যান্ড পরিচ্ছন্ন, সড়কে জমাকৃত বালি বা মাটি, ঝরা পাতা অপসারণ, সসার ড্রেনের বালি বা মাটি অপসারণ, ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ের এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে ২২-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement

এমএমএ/এমআইএইচএস