শিক্ষা

ইস্টার সানডেতে এসএসসির গণিত পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এরই মধ্যে এ পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। তাতে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা। তবে এদিন ইস্টার সানডে।

Advertisement

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অসন্তুষ্ট ও ক্ষোভ প্রকাশ করেছেন এই ধর্মের শিক্ষার্থী ও অভিভাবকরা। বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ড পরীক্ষার সূচি পরিবর্তনের জন্য শিক্ষা সচিবকে চিঠি দিয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

চিঠি সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর বাংলাদেশের কাথলিক বিশপ সম্মিলনীর ৮ জনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তার হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে ইস্টার সানডেকে সরকারি ছুটি বিবেচনা করার জন্য বিশেষ অনুরোধ করেন। এরপর এদিনে সূচি পরিবর্তন করে পাবলিক পরীক্ষা দেওয়ায় হতবাক হয়েছেন তারা।

কাথলিক শিক্ষা বোর্ড জানায়, এ বোর্ডের আওতাধীন ৬০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। অন্যান্য আরও ৫০টির অধিক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যেখানে খ্রিষ্টান শিক্ষার্থীরা পড়াশুনা করে। তবে এ রুটিন ওইসব শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়েছেন। বিশেষ করে চার্চ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও খ্রিষ্টান সম্প্রদায়ের জনগণ ইস্টার সানডের দিনে এসএসসি পরীক্ষার সূচি পাওয়ার পর অসন্তুষ্টি ও উদ্বেগ প্রকাশ করছেন।

Advertisement

বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ড খ্রিষ্টান ধর্মের শিক্ষার্থীদের একটি অভ্যন্তরীণ বোর্ড। দীর্ঘদিন ধরে শিক্ষার সঙ্গে কাজ করে আসছে বোর্ডটি। বোর্ডের নির্বাহী সচিব জ্যোতি এফ গোমেজ জানান, সর্বশেষ ১৯৮২ সালে ইস্টার সানডের দিন এমন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বিগত ৪০ বছরে এমন কোনো ঘটনা ঘটেনি।

জ্যোতি এফ গোমেজ বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষার মধ্যে আদিবাসীদের বৈসাবি উৎসবের দিন পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। এ কারণে তারা পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য আবেদন করে। আবেদনের পর বোর্ড ইস্টার সানডেতে পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। আশা করছি, এ তারিখ পরিবর্তন করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষার তারিখ আগেই নির্ধারণ করা হয়েছে। যখন এটি করা হয় তখন আমি বোর্ডের দায়িত্বেও ছিলাম না। বোর্ড পরীক্ষার তারিখ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমেই হয়ে থাকে। কর্তৃপক্ষ যদি এ বিষয়ে বিশেষ নির্দেশ দেয়, তবে অবশ্যই তারিখ পরিবর্তন করা হবে।

এএএইচ/এমআইএইচএস

Advertisement