বিনোদন

বার্লিনে সেরা ‘ড্রিমস’, পুরস্কার জিতেছে ব্রাজিলের সিনেমাও

শেষ হয়ে গেল ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসব। এতে দুটি চলচ্চিত্র এবার মূল পুরস্কার জিতেছে। ডাগ জোহান হাউগেরুদের ‘ড্রিমস (সেক্স লাভ)’ ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন বিয়ার পুরস্কার জিতেছে। গ্যাব্রিয়েল মাসকারোর ‘দ্য ব্লু ট্রেইল’ সিলভার বেয়ার গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করেছে।

Advertisement

‘ড্রিম সেক্স লাভ’ ট্রিলজির তৃতীয় কিস্তি ‘ড্রিমস (সেক্স লাভ)’। একটি শিক্ষকের প্রতি গভীরভাবে অনুরাগী এক কিশোরীর গল্প বলা হয়েছে ছবিটিতে। ছবির জন্য পুরস্কার গ্রহণের সময় এর নির্মাতা হাউগেরুদ বলেন, ‘এটি আমার দেখা সবচেয়ে বড় স্বপ্নের চেয়েও বেশি আনন্দের। সবাইকে ধন্যবাদ।’

এদিকে ‘দ্য ব্লু ট্রেইল’ একটি ব্রাজিলিয়ান কাল্পনিক চলচ্চিত্র। এতে বয়স্ক নাগরিকদের প্রতি সমাজের আচরণকে চ্যালেঞ্জগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সেইসঙ্গে দেখানো হয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী কিছু বার্তা। ছবিটি বিশ্বজুড়েই বেশ সমাদৃত হচ্ছে।

২০২৫ বার্লিন চলচ্চিত্র উৎসবের পুরস্কারের পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:

প্রধান প্রতিযোগিতাগোল্ডেন বেয়ার সেরা চলচ্চিত্র: ড্রিমস (সেক্স লাভ), ডাগ জোহান হাউগেরুদসিলভার বেয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ব্লু ট্রেইল, গ্যাব্রিয়েল মাসকারোসিলভার বেয়ার জুরি প্রাইজ: দ্য মেসেজ, আইভান ফান্ডসিলভার বেয়ার সেরা পরিচালক: হুয়া মেং, লিভিং দ্য ল্যান্ডসিলভার বেয়ার সেরা প্রধান পারফরম্যান্স: রোজ বার্ন, ইফ আই হ্যাড লেগস, আইড কিক ইউসিলভার বেয়ার সেরা সহায়ক পারফরম্যান্স: অ্যান্ড্রু স্কট, ব্লু মুনসিলভার বেয়ার সেরা চিত্রনাট্য: কন্টিনেন্টাল ’২৫, রাদু জুডেসিলভার বেয়ার অসাধারণ শিল্পী অবদান: লা টুর ডে গ্লেস, লুসিল হাডজিহালিলোভিচ

Advertisement

ডকুমেন্টারিসেরা ডকুমেন্টারি: হোল্ডিং লিয়াট, ব্র্যান্ডন ক্র্যামার

পার্সপেকটিভস জুরিজিডব্লিউএফএফ সেরা প্রথম চলচ্চিত্র: দ্য ডেভিল স্মোকস (এন্ড সেভস দ্য বার্নট ম্যাচেস ইন দ্য সেম বক্স), এর্নেস্টো মার্টিনেজ বুসিও

বার্লিন শর্টসগোল্ডেন বেয়ার: লয়েড ওয়ং, আনফিনিশড, লেসলি লোক্সি চ্যানসিলভার বেয়ার: অর্ডিনারি লাইফ, ইয়োরিকো মিজুশিরি

প্যানোরামা পুরস্কারপ্যানোরামা অডিয়েন্স পুরস্কার: সোর্দা, এভা লিবেরটাদদ্বিতীয় পুরস্কার: লেসবিয়ান স্পেস প্রিন্সেস, এমা হাফ হব্বস, লীলা ভার্ঘিসতৃতীয় পুরস্কার: হোম সুইট হোম, ফ্রেল পিটারসেন

Advertisement

জেনারেশন পুরস্কারগ্র্যান্ড প্রি সেরা চলচ্চিত্র (১৪+): ক্রিস্টি, ব্রেন্ডান ক্যানটিবিশেষ উল্লেখ: টেট ব্রুলেস, মায়া-আজমিয়া ইয়েদে জেল্লামাসেরা শর্ট ফিল্ম পুরস্কার (১৪+): ডোন্ট ওয়েক দ্য স্লিপিং চাইল্ড, কেভিন অবার্টক্রিস্টাল বেয়ার সেরা চলচ্চিত্র (K+): দ্য বোটানিস্ট, ঝিং ইয়িবিশেষ উল্লেখ: সীসাইড সিরেনডিপিটি, সাটোকে ইয়োকোহামা

এনডিপেনডেন্ট জুরি পুরস্কারএ্যাকিউমেনিকাল জুরি পুরস্কার (প্রতিযোগিতা): দ্য ব্লু ট্রেইল, গ্যাব্রিয়েল মাসকারো

ফিপ্রেস্কি জুরি পুরস্কারপ্রতিযোগিতা: ড্রিমস (সেক্স লাভ), ডাগ জোহান হাউগেরুদ

টেডি পুরস্কারসেরা ফিচার ফিল্ম: লেসবিয়ান স্পেস প্রিন্সেস, লীলা ভার্গিস, এমা হাফ হব্বসসেরা ডকুমেন্টারি/এস্যে ফিল্ম: সাটানিক সও, রোজা ভন প্রাউনহেইমসেরা শর্ট ফিল্ম: লয়েড ওয়ং, লেসলি লোক্সি চ্যান

অন্যান্য পুরস্কারবার্লিনার মর্গেনপোস্ট পাঠক পুরস্কার: দ্য ব্লু ট্রেইল, গ্যাব্রিয়েল মাসকারো।

এলআইএ/জেআইএম