দেশজুড়ে

৬ মাস ধরে বিএনপির প্রতি অবিচার হচ্ছে: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘এখন নির্বাচন হলে দুই-তৃতীয়াংশ আসনে বিএনপি জয়ী হবে। ৬-৭ মাস ধরে বিএনপির প্রতি অবিচার হচ্ছে।’

Advertisement

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকার একটি মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘আমরা ইউনূস সাহেবকে বলে দিতে চাই, কার পক্ষে দেশের জনগণ আছে তার জন্য নির্বাচন দরকার। স্থানীয় নির্বাচনের জন্য কি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে? তাহলে আপনারা স্থানীয় সরকার নির্বাচন কেন করতে চাইছেন? শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। হাসিনাকে তাড়াইছি, এখন প্রথমে হবে জাতীয় নির্বাচন। এটি কি ইউনূস সাহেব বোঝেন না?’

ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি নতুন দল করো, তাহলে মাঠে আইসা করো। সিংহাসনে থাইক্যা কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না। যারা তোমাদের পেছনে মদদ দিচ্ছে, আফগানিস্তান, সিরিয়ার মতো যারা দেশকে পদদলিত করে রাখতে চায়, দেশের মাটিতে তা কখনো সম্ভব হবে না।’

Advertisement

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইসলামের নামে ব্যবসা করে দেশের মানুষকে ভোলাতে পারবেন না। ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে আইসেন না। বেডাগিরি করতে চাইলে নিজের মার্কা নিয়ে আসেন। ১০ শতাংশ ভোট পাইলে স্যালুট দিবো। ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, দেশের মানুষ তাদের ভোট দিবে না।’

বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্র চলছে। গত ২০ বছর যারা আমাদের নেত্রীর আঁচলতলে ছিল, তারাই এ কাজটি করছে।’

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েতউল্লাহ কালামের সভাপতিত্ব উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ আরও বক্তব্য দেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলার হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস