ফারজানা রাহার তৃতীয় কাব্যগ্রন্থ ‘তোমার জন্য হিজলফুল’ বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন ফারিহা তাবাসসুম। প্রকাশিত হয়েছে নবকথন প্রকাশনী থেকে। মুদ্রিত মূল্য ১৭০ টাকা হলেও বইমেলায় ১১০ টাকায় পাওয়া যাচ্ছে।
Advertisement
বইটি নবকথন প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইনে অর্ডার দেওয়া যাবে রকমারি, বুকলেট, বইকিনি, প্রজ্ঞা ও অন্য অনলাইন বুকশপ থেকে।
আরও পড়ুন বইমেলায় এসেছে সৌম্য সালেকের ‘বিংশ একবিংশ’ অঞ্জন আচার্যের ইতিহাসধর্মী গল্পগ্রন্থ ‘সাদা রাত’ফারজানা রাহা বলেন, ‘এই কাব্যগ্রন্থ শুধু একটি বই নয়। এটি হৃদয়ের গহীনে সঞ্চিত অনুভূতিগুলোর একটি অনবদ্য প্রকাশ। ভালোবাসার এই সংগ্রহ আপনাকে একটি নতুন জগতে নিয়ে যাবে। যেখানে প্রতিটি শব্দই একেকটি স্পর্শ।’
ফারজানা রাহার প্রথম কাব্যগ্রন্থ ‘বৃষ্টি বিলাসী বিকেল’ ২০২৩ সালে প্রকাশিত হয়। ২০২৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রাণের মানুষ আছে প্রাণে’। লেখালেখির প্রতি নিষ্ঠা ও অনুরাগ এভাবেই এগিয়ে নিতে চান ফারজানা রাহা।
Advertisement
এসইউ/জিকেএস