অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তাজবীর সজীবের ৫টি বই। বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সম্পাদিত গ্রন্থ ‘সাংবাদিকতার স্বরূপ’, ‘সিক্রেটস সাকসেস অব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’, কাব্যগ্রন্থ ‘ভুলে ভরা গল্প’ এবং ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’র পুনর্মুদ্রণ। একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখকের প্রথম ইংরেজি গ্রন্থ ‘মার্কেটিং মেভেরিক’।
Advertisement
বাবুই প্রকাশনীর প্রকাশক মোরশেদ আলম হৃদয় বলেন, ‘তাজবীর সজীব শিক্ষক ও সাংবাদিক হওয়ায় নিজস্ব গণ্ডিতে পরিচিতি রয়েছে। পাশাপাশি অন্য পাঠকের মাঝেও বইগুলো নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করছি। বইগুলো পাওয়া যাচ্ছে বাবুই প্রকাশনীর ৩৯৩-৩৯৪-৩৯৫-৩৯৬ নম্বর স্টলে।’
আরও পড়ুন
পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ বইমেলায় মাসুম আওয়ালের দুটি বইতাজবীর সজীবের সনদ অনুযায়ী নাম মো. তাজবীর হোসাইন। তিনি একাধারে সংগঠক, উদ্যোক্তা, লেখক, গণমাধ্যমব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডিজিটাল মার্কেটিং লিডার। ক্যারিয়ারের নানা পর্যায়ে ৯টি জাতীয় পুরস্কার অর্জন করেছেন। ইউনিসেফ থেকে আন্তর্জাতিক পুরস্কার তাকে আরও সমৃদ্ধ করেছে। ‘অনারেবল মেনশন’ সম্মাননা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।
Advertisement
এসইউ/এমএস