যাত্রা শুরু করেছে দেশের প্রথম সারির পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের ডিজিটাল বিভাগে কর্মরত রিপোর্টারদের সংগঠন ‘ডিজিটাল রিপোর্টার্স ফোরাম’ (ডিআরএফ)।
Advertisement
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের ‘আড্ডা ভোজ ৩.০’ থেকে সর্বসম্মতিক্রমে এই সংগঠনের যাত্রা শুরু হয়।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির আহ্বায়ক হয়েছেন যায়যায়দিনের ডিজিটাল বিভাগের ইনচার্জ তানভীর আহম্মেদ এবং সদস্য সচিব হয়েছেন ডিবিসি ডিজিটালের রিপোর্টার মোহাম্মদ আল হাসিব পান্থ।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমন, বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের বিনোদন বিভাগের ইনচার্জ শিবলী আহমেদ, বাংলাভিশন ডিজিটালের রিপোর্টার শুভ খান।
Advertisement
১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন, আমাদের সময়ের যাকারিয়া, কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল আইয়ের তানবির লিমন, দেশ রূপান্তরের অংকুর নেহার সরকার, জাগো নিউজের রাকিব হাসান, এটিএন নিউজের সোহাগ বিশ্বাস, মানবজমিনের হুমায়ুন মাসুদ, কালবেলার ইলিয়াস, সকালের সময়ের রিয়াজ উদ্দিন এবং ঢাকা জার্নালের হাকিম মাহি।
এএমএ/এমএস