বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মিয়া ভাই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসব উপলক্ষে ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা বুধবার মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে।
Advertisement
দু্ই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ডাইভিং ও ওয়াটারপোলোতে ৪টি সার্ভিসেস টীম, ৬টি জেলা ক্রীড়া সংস্থা, ১৫টি সুইমিং ক্লাব এবং বিকেএসপিসহ মোট ২৬ টি টিমের ২৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
বুধবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মুহম্মদ হিরুজ্জামান। তিনি ১ মি: স্প্রিংবোর্ড ডাইভিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন ও জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (খেলাধুলা) শাহরিয়া সুলতানা সূচি।
Advertisement
প্রথম দিনে ওয়াটারপোলো লিগ পদ্ধতিতে ১২টি খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী ফাইনাল পর্বে উন্নীত হয়েছে। জেলা ও সুইমিং ক্লাব দলের মধ্যে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ও আমলা সুইমিং ক্লাব, কুষ্টিয়া দল চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার জন্য মনোনীত হয়েছে।
আরআই/এমএমআর/জিকেএস