জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার বাড্ডা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) এএসপি রাজন কুমার সাহাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Advertisement
প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আরও পড়ুনসাবেক এসি রাজন কুমার সাহাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছেএর আগে বিকেলে রাজন কুমার সাহাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হয়।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এসি রাজন কুমার সাহাকে গ্রেফতারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সন্ধ্যায় ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Advertisement
এফএইচ/বিএ/জেআইএম