বিনোদন

সন্ন্যাসী সেই নায়িকা আখড়া থেকে বহিষ্কার

বলিউডে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়েছিলেন। অনেক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। কাজ করেছেন ‘করণ অর্জুন’র মতো কালজয়ী সিনেমাতেও। ক্যারিয়ারের মধ্যগগনে হঠাৎ হারিয়ে যান তিনি। ছিলেন না কোনো খবরে। বলছি বলিউড ডিভা মমতা কুলকার্নির কথা।

Advertisement

সম্প্রতি সন্ন্যাস গ্রহণ করে আলোচনায় আসেন তিনি। তার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে বিস্ময় এবং হতাশা, দুই-ই সৃষ্টি করেছে। সন্ন্যাস জীবনে প্রবেশের পর মমতা কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু নানা বিতর্ক ও সমালোচনার মুখে ওই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

মমতা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, নিজেই পদটি থেকে সরে গেছেন। তবে তার পদটি নিয়ে নানা জটিলতা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি মহামণ্ডলেশ্বর মমতা নন্দ গিরি পদ থেকে পদত্যাগ করছি। কিন্নর আখড়া বা উভয় আখড়ার মধ্যেই আমার পদে নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। কোনো সমস্যার মধ্যে আমি থাকতে চাই না।’

ভিডিওতে মমতা আরও বলেন, ‘আমি ২৫ বছর ধরে আধ্যাত্মিক জীবনযাপন করছি। ভবিষ্যতেও এই পথে চলব। বলিউড ছেড়ে ২৫ বছর ধরে সন্ন্যাস জীবনই বেছে নিয়েছি। এটি ছিল আমার আত্মার আহ্বান। সেটা অনেকেই বুঝতে পারছে না। তাই আমার পেছনে পড়ে আছেন।’

Advertisement

যে সব মানুষ তার মহামণ্ডলেশ্বর পদ নিয়ে আপত্তি জানিয়েছেন তাদের সমালোচনা করতে চান না মমতা। তিনি বলেন, ‘আমি তাদের কিছুই বলতে চাই না। কারণ আমার মনে হয়েছে, তারা জানেও না সন্ন্যাস জীবন কী। তারা ভেতরে ভেতরে অনেক বেশি জাগতিক আর রাজনীতিমুখী। সন্ন্যাস জীবন এইসব আদর্শের কথা বলে না। আমি কোনো বিতর্ক চাই না। শুধু এই কথাটুকু বলি, আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীজির প্রতি আমার গভীর শ্রদ্ধা।’

জানা যায়, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে আপত্তি ওঠে। কিন্নর আখড়ার সংস্থাপক ঋষি অজয় দাস মমতাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করেছেন। কারণ হিসেবে তিনি জানান, প্রথা অনুযায়ী মমতা নিজের মাথা ন্যাড়া করতে রাজি হননি। এটি একটি বড় বিতর্কের সৃষ্টি করেছে। তাই তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে মমতা কুলকার্নি তার সন্ন্যাস জীবন নিয়ে বলেছেন, ‘আমি কিছুই করিনি। এ সবই মা চণ্ডীর লীলা। তিনি আমাকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছেন। তাই সবকিছু ছেড়ে দিয়ে এই জীবন বেছে নিয়েছি।’

এলআইএ/এমএস

Advertisement