দেশজুড়ে

মুন্সিগঞ্জে থানায় হামলা-ভাঙচুর

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এসময় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের গাড়িসহ মোট চারটি গাড়ি ভাঙচুর করা হয়।

Advertisement

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটে এ ঘটনা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি রোমান শেখ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়। এরপর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ হয়। মানববন্ধন শেষে থানায় হামলা চালানো হয়।

এসময় থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

Advertisement

পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তিনদিনের আলটিমেটাম দিয়ে তারা সেখান থেকে চলে যায়।

নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করতো। ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে দুপুরে বাড়ি ফেরে। পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় সে। এরপর থেকে তার হদিস মিলছে না। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেছে নিখোঁজের বাবা মিরাজ শেখ।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়। এতে চারটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান।

জেডএইচ/জিকেএস

Advertisement