দেশজুড়ে

বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লালমনিরহাট বুড়িমারী রেলপথ অবরোধ করেছেন ছত্র-জনতা।

Advertisement

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকিয়ে অবরোধ করেন তারা। এতে করে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়াত করছে। পরবর্তীতে জেলাবাসীর আন্দোলনের ফলে ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করবে। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রা বিরতি বন্ধ ঘোষণা করে। এতে ফুসে উঠে স্থানীয়রা বুধবার সকালে তুষভান্ডার রেল স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকে দিয়ে রেল লাইন অবরোধ করেন। ফলে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Advertisement

নাজিউর রহমান নোমান ও মিজানুর রহমান বলেন, বহুল প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি। টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রা বিরতি বাতিলের চিঠি পাঠায় রেল ভবন। যা তাদের হঠকারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাতিল করে পুনরায় যাত্রা বিরতি ঘোষণা ও টিকিট বিক্রি শুরু না করলে এ রুটে কোন ট্রেন যেতে দেবে না এলাকার মানুষ।

অপর একজন ইনশান ইসলাম বাপ্পী বলেন, ট্রেনটি জেলার ৫টি উপজেলার প্রতিটিতে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। সেখানে যাত্রা শুরুর আগেই কালীগঞ্জবাসীকে বঞ্চিত করতে যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে।

তুষভান্ডার রেল স্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। হঠাৎ চিঠি পাঠিয়ে তা বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট বিক্রি বন্ধ ও যাত্রা বিরতি বাতিলের খবরে স্থানীয়রা রেল লাইনে বসে পড়েছে। বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন স্টেশনে আটকা পড়েছে। ফলে এ রুটে ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

রবিউল হাসান/জেডএইচ/জেআইএম

Advertisement