বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে অবসরে যাওয়া ৩ হাজার ৬৪ জন শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তার প্রতিষ্ঠানের কাছে বকেয়া প্রায় ২৪৮ কোটি টাকা। এসব বকেয়া পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি।
Advertisement
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস ইমাম।
আরও পড়ুন পরিবহন-বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে জাতীয় সংসদ নির্বাচনে ২৮০০ কোটি টাকা চায় ইসিতিনি বলেন, আমরা বার বার পাওনা টাকা চাইলেও ফান্ডে টাকা না থাকায় করপোরেশনের চেয়ারম্যান পাওনা পরিশোধ করতে পারছেন না। বর্তমান শিল্প উপদেষ্টার হাত ধরে ১০০ কোটি টাকা আসছে। এখনো বাকি ২৪৮ কোটি টাকার মধ্যে আরও ১০০ কোটি দেওয়ার আশ্বাস দিলেও ৩-৪ মাসে দেওয়া হয়নি। সরকার চাইলে ঘোষিত ভর্তুকির টাকা থেকে এটা দিতে পারে।
সংবাদ সম্মেলনের আগে বিষয়টি সমাধানে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি। উপদেষ্টা দপ্তরে না থাকায় তার একান্ত সচিব চিঠি গ্রহণ করেন।
Advertisement
এসইউজে/কেএসআর/জিকেএস