কিশোরগঞ্জের ভৈরবে দোকান ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। এসময় দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
Advertisement
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শফিক মিয়া (৫০), অনিক মিয়া (২১), মানিক মিয়া (৪৫), ভ্ট্টু মিয়া (৩৫), আব্দুল রহিম (১৬), রোকেয়া বেগম (৪৫), সুজন (৩৪), অনিক মিয়া (১৬), দিনার (২৭), শ্রাবণ (২১), সোহাগ (৪০), নাদিম মিয়া (৩০), আলমগীর মিয়া (৪০), কামাল মিয়া (৪৮), বিল্লাল মিয়া (৫০) ও মেহেদী (২৮)। এরমধ্যে মেহেদীকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার শফিক মিয়া সিলেট বাসস্ট্যান্ড এলাকার সজীব মিয়া দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হলে সজীব মিয়ার চাচা ও ভাই নাদিম মিয়া দোকান ভাড়া দিতে বাধা দেন। এ ঘটনায় রাত ৮টায় দোকানে সজীব মিয়ার সঙ্গে তার ভাই ও চাচার বাকবিতণ্ডা হয়। এ সময় শফিক মিয়া তাদের ঝগড়া করতে বাধা দিলে বাকবিতণ্ডায় জড়ায় সজীব মিয়ার চাচা ও ভাই। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছেন।
Advertisement
সিএনজি ফিলিং স্টেশন ম্যানেজার তুর্জয় মিয়া বলেন, আমরা পাম্পে বসেছিলাম। হঠাৎ কিছু লোকজন ইটপাটকেল লাঠিসোঁটা নিয়ে পাম্পে হামলা করে ভাঙচুর করে। আমি নিজেও ইটের আঘাতে আহত হয়েছি। আমাদের কী অপরাধ। ঝগড়ার বিষয়ে আমরা কিছুই জানি না।
বিল্লাল মিয়া বলেন, আমাদের চাচা-ভাতিজার মধ্যে দোকান ভাড়া নিয়ে কথা হচ্ছিল। এসময় শফিক মিয়া ও তার ছেলেরা এসে আমাদের মারধর করে। আমার ভাতিজা সজিবকে ফুসলিয়ে ভাড়া নিয়েছে শফিক মিয়া। আমরা তাদের ভাড়া দিতে রাজি না হওয়ায় তারা এসে আমাদের হামলা করে মারধর ও ভাঙচুর করেছে।
অনিক মিয়া বলেন, সালিশি দরবারে গেলে আমার বাবাকে কামাল মিয়া ও তার ছেলে অনিক মিয়া কুপিয়ে আহত করে। আমাকেও কুপিয়ে জখম করেছে। আমার বাবা আহত হওয়ার পর বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম