জাতীয়

শাহজালালের ব্লেন্ডারে মিললো ৩ কেজি ২৮৯ গ্রাম সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি ব্লেন্ডার মেশিনের ভেতরে করে আনা ৩ কেজি ২৮৯ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সৌদি এয়ারলাইন্সের যাত্রী হাবিবুর রহমানের কাছ থেকে এ সোনা উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম।

Advertisement

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সের আগত যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। তার ব্যাগেজ সংগ্রহ করে তার কাছে কোনো সোনার বার বা কোনো সোনা আছে কি না প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি সোনা থাকার কথা অস্বীকার করলে কাস্টমস গোয়েন্দা দল তার শরীর ও ব্যাগেজ তল্লাশি ও স্ক্যানিং করেন।

এ অবস্থায় তার হ্যান্ডব্যাগে ২৯৯ গ্রাম এবং বুকিং করা ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুকায়িত ৬টি স্বর্ণ পিণ্ড পাওয়া যায়। যার মোট ওজন ২৯৯০ গ্রাম। ওই যাত্রীর কাছ থেকে সর্বমোট ৩২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়। জব্দ করা সোনার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯৬ হাজার টাকা।

ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরপূর্বক তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

এসএম/এমআইএইচএস