ক্যাম্পাস

গভীর রাতে শেকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আসাদুল্লাহকে আহ্বায়ক ও মো. আল রাকিবকে সদস্য সচিব করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদিত করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে-কাজী নাফিজ সোয়াদ, যুগ্ম আহ্বায়ক মো. মনজুরুল ইসলাম মঈণ (পাভেল), সোহেল আহমেদ, শাখাওয়াত হোসেন সাগর, মো. রিদওয়ানুল ইসলাম, নাজমুল ইসলাম, মো. মাহমুদ হাসান হাফিজুর রহমান, মো. ইমরান হোসেন ইমন, ওয়াসিউল হাসান সরকার।

Advertisement

সিনিয়র যুগ্ম সদস্য সচিব- আকিব আল আজাদ।

যুগ্ম সদস্য সচিব- মো. নেয়ামুল ইসলাম ওয়ালিদুর রহমান, মো. নাঈম ইসলাম, শুভ্রময় মাহাতো, আবু জর গিফারী, হাবিবুর রহমান, রফি ওসমানী, ফাহিম ইসলাম।

মুখ্য সংগঠক- মো. আনাছ বিন সোলাইমান।

সংগঠক- সালমান সিদ্দিক, তৌহিদুল ইসলাম, সাকিফ আহম্মদ, জাহিদ হাসান, ওমর ফারুক মফিজ, রাকিবুল হাসান মিদুল, মো. মিকাইল হোসেন পারভেজ।

Advertisement

মুখপাত্র- মাহমুদা ইয়াসমিন মালা।

সহ মুখপাত্র: ফাতেমা আক্তার রিমা, নিশাত তাসনিম সাদিয়া জান্নাত জুসি।

এছাড়াও সদস্য হিসেবে আছেন, আরাফাত আলম, মো. সিফাত মাহমুদ, রনি ইসলাম, মাহমুদুর রহমান তুর্য, মেহেদী হাসান তনয়, মো. রানা ইসলাম, আল বায়েজীদ ফাহাদ, আরিফুল ইসলাম আলিফ, মো. শাহীন আলম, মো. ইমরান হাসান, মাশফিকুল হাসান সিয়াম, আহসান হাবীব মুজাহিদ, মো. আ. রাজ্জাক, সিয়ামুল ইসলাম, মুনতাসির রাহাত, মো. আবু আবদুল্লাহ জিলান, আবু সাঈদ মো. ইশতিয়াক, নাহিদ উজজামান, রাফিউল ইসলাম রিশন, রাকিব ইসলাম, ইনজামাম উল হক প্রত্যয়, মো. জোবায়ের খান তাদীর, মো. শাহদাত হোসেন রাজ, মো. হেলাল উদ্দিন, মো. রজব আলী, মো. সাদি তাইফ রোহান, রাহুল পাল, মাসুদ রানা।

সাইদ আহম্মদ/এমআইএইচএস