বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত সবার প্রত্যাশার চাপে ক্লান্ত! অধিকাংশ মানুষই আসেন বিভিন্ন নীতিহীন প্রস্তাব ও চাকরি, বদলি, টেন্ডার নিয়ে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা লিখেন তিনি।
Advertisement
হান্নান মাসউদ ফেসবুকে লিখেন, সকাল থেকে রাত ২টা ৪০ পর্যন্ত না হলেও ৫০০ ফোন রিসিভ করছি, হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই করেছি কমপক্ষে আরও ৫০০। তারপরও অনেকের ক্ষোভ তাদের ফোন রিসিভ করি না, মেসেজের রিপ্লাই দিই না। আরে ভাই, মানুষ তো!
তিনি লিখেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আছি, কল রিসিভ না করে কেটে দিলাম- তারপরও দিতেই থাকেন। ভাই একজন মানুষের স্বাভাবিক জীবন থাকে,কিন্তু এখন তা-ও পারছি না।
ফেসবুকে মাসউদ লিখেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন সবার প্রত্যাশার চাপে ক্লান্ত! অধিকাংশ মানুষই আসেন বিভিন্ন নীতিহীন প্রস্তাব নিয়ে চাকরি, বদলি, টেন্ডার ইত্যাদি ইত্যাদি। আবার এনারা-ই সাড়া না পেয়ে গিয়ে বলে বেড়ায়- হান্নান মাসউদের এখন অনেক ভাব।
Advertisement
তিনি আরও লিখেন, ভাই-এই মধ্য রাতে আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, এসব নিয়ে আমার কাছে আসবেন না। সুন্দরভাবে বাঁচতে দিন, ভুল দেখলে শুধরিয়ে দেবেন। কিন্তু নিজেরাই অন্যায্য দাবি-দাওয়া নিয়ে আসবেন না।
সবশেষে তিনি লেখেন, আর আমি ভাই সাধারণ মানুষ, সরকারের কেউ না-এই উক্তিটা একটু মাথায় রাখবেন, প্লিজ।
এনএস/এমআইএইচএস
Advertisement