একুশে বইমেলা

বইমেলায় হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি

অমর একুশে বইমেলার দশম দিনে সোহরাওয়ার্দী উদ্যানের ১২৮ নম্বর স্টলে সংঘটিত অনভিপ্রেত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটি গঠন করেছে বাংলা একাডেমি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করে।

Advertisement

কমিটিতে বাংলা একাডেমির পরিচালক ড. মোহাম্মদ হারুন রশিদকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ খালিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রোমেল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি আবুল বাশার ফিরোজ শেখ, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এবং বাংলা একাডেমির ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম।

কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করার জন্যে বলা হয়েছে।

এদিকে অমর একুশে বইমেলার ১১তম দিনে মেলায় নতুন বই এসেছে ৯১টি। এ দিন মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আদর্শায়িত কল্পলোক ও শাহেদ আলীর দ্বিধা চিত্ত মন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন শিবলী আজাদ। আলোচনায় অংশগ্রহণ করেন মোস্তাক আহমাদ দীন। সভাপতিত্ব করেন চঞ্চল কুমার বোস।

Advertisement

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- নাসির আলী মামুন এবং মামুন সারওয়ার।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন কবি মুস্তাফা মজিদ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শফিকুল ইসলাম বাহার এবং আনজুমান আরা। ছিল সালমা মাহবুবের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী মো. সালমান, মাহমুনুল হক সিদ্দিক, জাকির হোসেন আখের, সঞ্জয় কুমার দাস, শরণ বড়ুয়া, শ্রাবন্তী আক্তার জেরিন, নুরুন্নাহার হায়াত এবং মো. শাহীনুর ইসলাম। যন্ত্রাণুষঙ্গে ছিলেন এনামুল হক ওমর (তবলা), আবুল কালাম আজাদ (কী-বোর্ড), এফ এম আলমগীর কবীর (বাঁশি) এবং মো. ফারুক (অক্টোপ্যাড)।

এমএইচএ/এমআইএইচএস

Advertisement