জাতীয়

মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদার নতুন রাস্তা এলাকার একটি বাসা থেকে শ্রাবন্তী আফরিন পায়েল (২১) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জানা গেছে পায়েল বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই কারণে তার নিজের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল আমিন/এমআইএইচএস

Advertisement