বাংলা হলো মায়ের ভাষা বাংলা আমার প্রাণ, এই ভাষাতে কথা বলি এই ভাষাতে গাই গান।এমন ভাষা কোথাও খুঁজে পাবে না কো তুমি, বাংলা ভাষা গর্ব আমার বাংলা আমার ভূমি।
Advertisement
মুখের ভাষা কেড়ে নিতে ওরা চালায় গুলি, তাজা রক্তে ভিজে গেছে দেশের অলিগলি। ভাষার জন্য জীবন দিয়ে শহীদ হলেন যারা,সব বাঙালির মনে আজ অমর হলেন তারা।
বায়ান্নর সেই দিনের কথা যখন মনে পড়ে, ভাষা শহীদের জন্য তখন চোখে অশ্রু ঝরে। নব প্রজন্মের মানুষ যত এসব জেনে রেখো,তোমার চোখে দেশকে তাই শ্রদ্ধাভরে দেখো।
এসইউ/এমএস
Advertisement