রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. রিপন (৪০), তার স্ত্রী ইতি আক্তার (৩৫) ও তাদের মেয়ে রাফিয়া (৪)।
Advertisement
বুধবার (৯ জুলাই) দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাসলিমা মনি বলেন, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খাদেমুল কুরআন মহিলা মাদরাসা গলির ছয়তলা ভবনের নিচতলায় মশার কয়েল জ্বালানোর সময় গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিনজনই দগ্ধ হন।
আরও পড়ুন বাড্ডায় বিস্ফোরণ: স্ত্রী-মেয়ের পর চলে গেলেন তোফাজ্জলওজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, যাত্রাবাড়ী থেকে মেয়েসহ দগ্ধ এক দম্পতি এসেছেন। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রী ইতি আক্তারের ৪৫ শরীরের শতাংশ ও তাদের মেয়ে রাফিয়ার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
Advertisement
ডা. শাওন বিন রহমান আরও বলেন, তাদের শ্বাসনালী পুড়ে গেছে। স্বামী-স্ত্রী দুজনকে হাইডিফেন্সিভ ইউনিট (এইসডিইউ) ও মেয়েকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি দেওয়া হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।
কাজী আল-আমিন/বিএ/এএসএম