সাহিত্য

শফিনেছারের কবিতা: জীবন আর মৃত্যুর ব্যবধান

আমরা কেউ কেউ পাথর হয়ে আছি অনেক দিন

Advertisement

মাঝে মাঝে শৈশবের কথা মনে পড়ে যায়মনে পড়ে যায় ফেলে আসা খেলার মাঠ, আত্মীয়-স্বজনস্মৃতি হয়ে যাওয়া কতশত চেনা মুখ!

সময় আর আমাদের কাছে দাঁড়িয়েছে এক আততায়ী রাইফেল

দীর্ণ হৃদয়ের অস্ফুট ধ্বনি শুনতে শুনতেঅস্তগামী সূর্যের দিকে তাকিয়ে মনে পড়ে যায়—জীবন আর মৃত্যু প্রকৃতপক্ষে এক সুতোয় গাঁথা!

Advertisement

এসইউ/জিকেএস