আমরা কবি নজরুলের ‘বিদ্রোহী’ সত্তা,আমরা অধিকার আদায়ে প্রতিবাদী বক্তা।
Advertisement
আমরা কবিগুরু রবীন্দ্রনাথের ‘অপমানিত’ জাতি,রাষ্ট্র সংস্কার করতে গিয়ে খেয়েছি লাথি।
আমরা রাজপথ ছাড়বো না, খেয়েছি গুলি হয়েছি শহীদ;আমরা লড়াই চালিয়ে যাব, যতদিন অপশাসন হবে না রহিত।
আমরা শিক্ষার্থী জয় গোস্বামীর ‘সোজা কথা’,সৎ সাহস নিয়ে বলে দেব, নত করব না মাথা।
Advertisement
আমরা যুদ্ধের ময়দানে সুকান্তের ‘সব্যসাচী’,বীরের মতো যুদ্ধ করব, জীবন রেখে বাজি।
আমরা তারুণ্য আবিদ আনোয়ারের ‘প্রতিশোধ’,আমরা দাবি আদায়ে লড়ে যাব, হোক যত বিরোধ।
আমাদেরও শামসুর রাহমানের সেই প্রশ্ন ‘এ কি আমাদেরই দেশ’;নেই স্বাধীনতা, প্রতিবাদ, প্রশ্ন করলেই জীবন শেষ।
আমরা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর নব্য ‘ইশতেহার’,আমরা তরুণ-তরুণীরা দেশ গড়ার অন্যতম কারিগর।
Advertisement
আমরা দ্বিগুণ শক্তি নিয়ে জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’;আমরা এই মৌলির রক্ষক, ফুটন্ত কলি হয়েছি রঙে অরুণ।
আমরা অনলে পুড়িয়ে দেব সকল অশুভ শক্তি,আমরা ভুবনে ছড়িয়ে দেব মোদের প্রতিভার ব্যাপ্তি।
আমরা একাত্তর দেখিনি, দেখেছি নির্মম হত্যা চব্বিশের;কতশত প্রাণ গেল, কোল খালি হলো মায়ের।
আমরা চব্বিশের রক্তাক্ত জুলাইয়ের জীবন্ত সাক্ষী; চলো লড়াইয়ে শামিল হই, খুলেছে মোদের অক্ষি।
আমরা এখন মানবচেতনার উদাত্ত কণ্ঠস্বর, আমরা বাঁচব মৃগেন্দ্র হয়ে আর আত্মায় পারাবার।
আমরা হবো আগামী প্রজন্মের বেঁচে থাকার অভিনব উদ্ভাস;আমরা সূচনা করবো নব অধ্যায়, জাগাবো নতুন বিশ্বাস।
আমরা আদিত্যের আলোর মতো উজ্জ্বল, বীর সন্তান;যবনিকাতে জয় মোদেরই, চলো গাই সাম্যের গান।
এসইউ/এমএস