বিনোদন

ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে আনোরার বাজিমাত, টিভির সেরা শোগুন

প্রতিবারের মতো এবারেও দেয়া হয়েছে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস। গতকাল ৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়াার সান্তা মনিকায় অনুষ্ঠিত হয় এর ৩০তম আসর। সেখানে সেলিব্রিটি এবং শিল্পীরা নানা বিভাগে পুরস্কৃত হন। চেলসিয়া হ্যান্ডলার হোস্টিংয়ের উপস্থাপনায় রঙিন আর প্রাণবন্ত ছিল পুরো আয়োজনটি।

Advertisement

এবারে চলচ্চিত্র বিভাগে বাজিমাত করেছে ‘আনোরা’। সেরা ছবিসহ জিতে নিয়েছে বেশ কিছু পুরস্কার। পাশাপাশি ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য সাবস্ট্যান্স’ এবং ‘উইকেড’ তিনটি করে পুরস্কার অর্জন করে। টিভি বিভাগে সিরিজ ‘শোগুন’ সর্বোচ্চ চারটি পুরস্কার জয় করেছে। এর মধ্যে সেরা ড্রামা সিরিজও অন্তর্ভুক্ত।

চলচ্চিত্রের সেরা অভিনেতা হিসেবে ‘দ্য ব্রুটালিস্ট’-এর অ্যাড্রিয়েন ব্রডি, সেরা অভিনেত্রী হিসেবে ‘দ্য সাবস্ট্যান্স’-এর ডেমি মূর পুরস্কৃত হন। সেরা সহ অভিনেত্রী হিসেবে ‘এমিলিয়া পেরেজ’-এর জোয়ে সালদানা এবং সেরা সহ অভিনেতা হিসেবে ‘এ রিয়াল পেইন’-এর কিয়ারান কুলকিন জয়ী হন।

টিভি বিভাগের সেরা ড্রামা সিরিজ হিসেবে ‘শোগুন’ এবং সেরা অভিনেতা হিসেবে ‘শোগুন’-এর হিরোইুকি সানাডা পুরস্কৃত হন। সেরা অভিনেত্রী হিসেবে ‘ম্যাটলক’-এর ক্যাথি বেইটস জয়ী হন।

Advertisement

অনুষ্ঠানে অন্যান্য বিভাগে পুরস্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ‘হ্যাকস’ সেরা কমেডি সিরিজ, ‘অ্যাডাম ব্রডি’ সেরা কমেডি সিরিজের অভিনেতা এবং ‘মাইকেল ইউরি’ সেরা কমেডি সিরিজের সহ অভিনেতা।

চলচ্চিত্র বিভাগে বিজয়ীদের তালিকা-

সেরা ছবি: আনোরাসেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি – দ্য ব্রুটালিস্টসেরা অভিনেত্রী: ডেমি মূর – দ্য সাবস্ট্যান্সসেরা সহ অভিনেতা: কিয়ারান কুলকিন – এ রিয়াল পেইনসেরা সহ অভিনেত্রী: জোয়ে সালদানা – এমিলিয়া পেরেজসেরা পরিচালক: জন এম. চু – উইকেডসেরা মূল স্ক্রিপ্ট: কোরালি ফারগাত – দ্য সাবস্ট্যান্সসেরা অভিযোজিত স্ক্রিপ্ট: পিটার স্ট্রঘান – কনক্লেভসেরা চিত্রগ্রহণ: নসফেরাতুসেরা প্রোডাকশন ডিজাইন: উইকেডসেরা এডিটিং: চ্যালেঞ্জার্সসেরা কস্টিউম ডিজাইন: উইকেডসেরা হেয়ার ও মেকআপ: দ্য সাবস্ট্যান্সসেরা ভিজ্যুয়াল এফেক্টস: ডিউন: পার্ট টুসেরা অ্যানিমেটেড ফিচার: দ্য ওয়াইল্ড রোবটসেরা কমেডি: এ রিয়াল পেইন & ডেডপুল ও উইলভারাইন (টie)সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র: এমিলিয়া পেরেজসেরা গান: “এল মাল” – এমিলিয়া পেরেজসেরা স্কোর: চ্যালেঞ্জার্স

টিভি বিভাগে বিজয়ীদের তালিকা-

সেরা ড্রামা সিরিজ: শোগুনসেরা ড্রামা সিরিজে সেরা অভিনেতা: হিরোইুকি সানাডা – শোগুনসেরা ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী: ক্যাথি বেইটস – ম্যাটলকসেরা ড্রামা সিরিজে সেরা সহ অভিনেতা: তাদানোবু আসানো – শোগুনসেরা ড্রামা সিরিজে সেরা সহ অভিনেত্রী: মোয়েকা হোশি – শোগুনসেরা কমেডি সিরিজ: হ্যাকসসেরা কমেডি সিরিজে সেরা অভিনেতা: অ্যাডাম ব্রডি – নোবডি ওয়ান্টস দিসসেরা কমেডি সিরিজে সেরা অভিনেত্রী: জিন স্মার্ট – হ্যাকসসেরা কমেডি সিরিজে সেরা সহ অভিনেতা: মাইকেল ইউরি – শ্রীঙ্কিংসেরা কমেডি সিরিজে সেরা সহ অভিনেত্রী: হান্না আইনবাইন্ডার – হ্যাকসসেরা সীমিত সিরিজ: বেবি রেইন্ডিয়ারসেরা টেলিভিশন মুভি: রিবেল রিজসেরা সীমিত সিরিজে সেরা অভিনেতা: কলিন ফারেল – দ্য পেঙ্গুইনসেরা সীমিত সিরিজে সেরা অভিনেত্রী: ক্রিস্টিন মিলিওটি – দ্য পেঙ্গুইনসেরা সীমিত সিরিজে সেরা সহ অভিনেতা: লিভ শ্রীবার – দ্য পারফেক্ট কাপলসেরা সীমিত সিরিজে সেরা সহ অভিনেত্রী: জেসিকা গুনিং – বেবি রেইন্ডিয়ারসেরা বিদেশী ভাষার টিভি সিরিজ: স্কুইড গেমসেরা অ্যানিমেটেড সিরিজ: এক্স-ম্যান '৯৭সেরা টক শো: জন মুলানি প্রেজেন্টস: এভরিবডি'স ইন এলএসেরা কমেডি স্পেশাল: আলি ওয়ং: সিঙ্গেল লেডি

এলআইএ/জিকেএস

Advertisement