দেশজুড়ে

মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর

মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করা হয়।

Advertisement

এর আগে সন্ধ্যা থেকেই চত্বরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সাড়ে ৭টার দিকে তাদের সঙ্গে থাকা হাতুড়ি ও ছেনি দিয়ে চত্বরের ওয়াল ও সিঁড়ি ভাঙতে শুরু করেন তারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার স্মৃতি ও তার বাবার প্রতিচ্ছবি রয়ে গেছে। আমরা এ দেশে তাদের কোনো স্মৃতি রাখবো না। তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় এ চত্বর ভেঙে ফেলা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক, রমজান মাহমুদ, সাইয়েদুর জামান নুর আলভি, আশিকুর রহমানসহ শত শত ছাত্র-জনতা।

Advertisement

সজল আলী/এসআর/জেআইএম