যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল এস্কেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
Advertisement
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি, শাবল ও একটি এস্কেভেটর দিয়ে শহরের বকুলতলা মোড়ে শেখ মুজিবের ম্যুরালটি ভাঙচুর করা হয়।
এসময় উপস্থিত ইসলামী ছাত্র মজলিসের নেতারা ঘোষণা দেন, ম্যুরাল স্থানে নির্মিত হবে ২৪ গণঅভ্যুত্থানে নিহত যশোরের দুই শহীদের নামে স্মৃতি ম্যুরাল।
ইসলামী ছাত্র মজলিসের যশোর শহরের সেক্রেটারি আবু দারদা নাঈম বলেন, ‘আমরা আওয়ামী লীগকে উৎখাত করেছি। এই জাতির সামনে আওয়ামী লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই বিষয়টি লক্ষ্য করে আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি যশোরে এই ম্যুরালটি গুঁড়িয়ে দিতে। আজ পৌরসভায় গিয়ে একটি এস্কেভেটরের আবেদন করেছিলাম। তারা এস্কেভেটর দিয়েছেন।’
Advertisement
তিনি আরও বলেন, এই স্থানে সম্পূর্ণ শিক্ষার্থীদের অর্থায়নে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত যশোরের দুই শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির এবং শহীদ আবদুল্লাহর নামে স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হবে।
মিলন রহমান/এসআর/জেআইএম