বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের ইজতেমা থেকে ফেরার পথে নিজ দেশে হেনস্তার শিকার ভারতীয় ছাত্রবাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে ফেরার পথে নিজ দেশ ভারতে হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেছেন এক মুসলিম ছাত্র। বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই ঘটনা জানিয়ে কলকাতায় পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন তিনি।
ট্রাম্প কি শেষ পর্যন্ত গাজা দখলে নিতে পারবেন?মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ‘দখল’ করে ‘নিজস্বভাবে পরিচালনার’ একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। তার এই পরিকল্পনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, চীন, রাশিয়া, স্পেনসহ বিশ্বের বহু দেশ ও সংগঠন। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্প কি শেষ পর্যন্ত গাজা দখলে নিতে পারবেন? ফিলিস্তিনি ভূখণ্ড দখলে তার এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত?
Advertisement
দেশে দেশে বিধিনিষেধের কবলে পড়েছে সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা চীনা এআই প্রতিষ্ঠান ডিপসিক। নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান এরই মধ্যে ডিপিসিকের এআই ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করেছে।
‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’সম্প্রতি গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে অবরুদ্ধ এই উপত্যকাকে ‘দখলের’ পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, ট্রাম্পের এই ‘উল্লেখযোগ্য’ পরিকল্পনা গ্রহণ করা উচিত।
চীনের পাল্টা শুল্কে কমতে পারে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানিচীনের পাল্টা শুল্কের কারণে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল রপ্তানি কমে যেতে পারে। কোভিড-১৯ মহামারির পর এমন পরিস্থিতিতে আর কখনো পড়তে হয়নি মার্কিনিদের।
সংসদে বিরোধীদের তোপের মুখে মোদী সরকারযুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু হয়েছে। তবে ওয়াশিংটন যেভাবে প্রত্যাবসন প্রক্রিয়া সম্পন্ন করছে তা নিয়ে মোদী সরকারের সমালোচনা শুরু করছে ভারতের বিরোধীরা।
Advertisement
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং এক সৈন্য নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকার উত্তরাঞ্চলে ঝোড়ো আবহাওয়ার কারণে একটি ক্রেনধসে পড়ায় ওই দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও ৮ সেনা সদস্য আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০ দেশ যেগুলোচলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রাশিয়া ও ১০ম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল।
তুরস্কের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পের দুই বছর, এখনো চলছে পুনর্বাসনআধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের দুই বছর পূর্তি হলো। তবে দেশটিতে এখনো হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত। বহু মানুষ অস্থায়ী ঘরে বসবাস করছেন। কারণ পুনর্বাসন প্রক্রিয়া এখনো লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্পজাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সংস্থাটিকে দেওয়া মার্কিন তহবিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
কলকাতা বইমেলায় বাংলাদেশ না থাকায় বইপ্রেমীদের প্রতিক্রিয়াকলকাতা বইমেলার বয়স ৪৮ বছর। প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের সরব উপস্থিতি থাকে। গত ২৯ বছরে এই প্রথম ভারতের প্রতিবেশী দেশটি অনুপস্থিত কলকাতা বইমেলায়।
এমএসএম/জেআইএম