খেলাধুলা

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই হারালো ভারত

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের শুরু হলো ভারতের কাছে নাকাল হয়ে। নাগপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংলিশদের ৪ উইকেট আর ৬৮ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল।

Advertisement

লক্ষ্য ছিল ২৪৯। রান তাড়ায় ১৯ রানের মধ্যে জশস্বী জয়সওয়াল (১৫) আর রোহিত শর্মাকে (২) হারিয়ে শুরুতে চাপে পড়েছিল ভারত। কিন্তু দলকে সেই চাপ বুঝতে দেননি শ্রেয়াস আয়ার আর অক্ষর প্যাটেল। দুজনই ঝোড়ো গতিতে ফিফটি তুলে নেন। আয়ার ৩৬ বলে ৫৯ আর অক্ষর ৪৭ বলে করেন ৫২ রান।

নিজের টানা দুই ওভারে অক্ষর আর লোকেশ রাহুলকে (২) ফেরান আদিল রশিদ। এরপর সেঞ্চুরির পথে এগোতে থাকা শুভমান গিলকে (৯৬ বলে ১৪ বাউন্ডারিতে ৮৭) সাকিব মাহমুদ ফেরালেও ভারতের জয় আটকাতে পারেনি ইংল্যান্ড।

হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছেন। হার্দিক ৯ আর জাদেজা ১২ রানে অপরাজিত ছিলেন।

Advertisement

এর আগে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই রান পেলেন। কিন্তু বড় একটা ইনিংস খেলার মতো ধৈর্য ধরতে পারলেন না কেউ। ফলে নাগপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭.৪ ওভারে ২৪৮ রানেই অলআউট হয়ে গেছে ইংলিশরা।

টস জিতে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে ইংল্যান্ড। ফিল সল্ট আর বেন ডাকেট ৫৩ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৭৫ রান। ২৬ বলে ৫ চার আর ৩ ছক্কায় টি-টোয়েন্টি স্ট্রাইলে ৪৩ করেন সল্ট। এর মধ্যে হর্ষিত রানার এক ওভারেই তিন ছক্কা আর দুই বাউন্ডারিতে তোলেন ২৬।

দশম ওভারে হর্ষিত তুলে নেন জোড়া উইকেট। ২৯ বলে ৩২ করে আউট হন বেন ডাকেট, হ্যারি ব্রুক ফেরেন রানের খাতা খোলার আগেই। এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফেরা জো রুট ৩১ বলে করেন ১৯।

এরপর ফিফটি হাঁকান জস বাটলার আর জ্যাকব বেথেল। বাটলার ৫২ আর বেথেল করেন ৫১ রান। শেষদিকে জোফরা আর্চারের ১৮ বলে হার না মানা ২১ রানে আড়াইশর কাছাকাছি স্কোর দাঁড় করায় ইংল্যান্ড।

Advertisement

ভারতের রবীন্দ্র জাদেজা আর হর্ষিত রানা নেন তিনটি করে উইকেট।

এমএমআর/জেআইএম