জাতীয়

বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ গ্রেফতার ৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতাররা হলেন- এমরান হোসেন (২৮), মো.সোহাগ (৩৯) মো. আসিফ (২৩)।

ডিবি-ওয়ারী বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি জানান, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় আসামি এমরান হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, সোহাগকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আসিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উদ্ধার করা হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও ঢাকা প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/জেআইএম

Advertisement