গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
Advertisement
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডের চান্দপাড়া বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর ওই এলাকায় ম্যানেল ফ্যাশন নামে সাততলা একটি পোশাক কারখানায় ঝুটের ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল ইসলাম জুয়েল ও স্থানীয় বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের অনুসারী ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান তার লোকজন নিয়ে ওই কারখানার ঝুটের ব্যবসা দখল নিতে আসেন। এসময় উভয় পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একদল ছাত্র।
Advertisement
জানতে চাইলে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খোঁজ নিয়ে দেখবেন।
১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। খবর পেয়ে গিয়ে দেখেন ঝামেলা শেষ হয়ে গেছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম
Advertisement