খেলাধুলা

অভিজ্ঞতার সঙ্গে খেলোয়াড়দের সম্মানের প্রসঙ্গও তুললেন তামিম

দল হিসেবে চিটাগং কিংসের চেয়ে ফরচুন বরিশাল অনেক সমৃদ্ধ, শক্তিশালী। শুধু নামডাক নয়, সামর্থ্য ও অভিজ্ঞতায়ও অনেক বেশি এগিয়ে বরিশাল।

Advertisement

বরিশালের শক্তির সবচেয়ে বড় জায়গা হলো অভিজ্ঞতা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মত পারফরমার দলটির বড় সম্পদ। যাদের তিনজনের বয়স মধ্য তিরিশ পেরিয়ে ৩৭-৩৮।

ঘরোয়া আসর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাদের তিনজনের যত ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, চিটাগং কিংসের পুরো দলেরও হয়তো তা নেই। এই জায়গায় বরিশাল এগিয়ে।

অধিনায়ক তামিম ইকবালও ঠিক ওই অভিজ্ঞতার জায়গাটাকেই চিহ্নিত করেছেন। তার ধারণা, তাদের দলে অভিজ্ঞ পারফরমার বেশি আছে বলেই অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে তারা আজকের জায়গায় দাঁড়িয়ে।

Advertisement

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেক অভিজ্ঞ প্লেয়ার রয়েছে, যারা বিভিন্ন চ্যালেঞ্জ ফেইস করেছে। সেগুলো অনেক সময় ওভারকাম করেছে, অনেক সময় ফেইল করেছে। এগুলো গুরুত্বপূর্ণ।’

এবারের বিপিএলে দুর্বার রাজশাহী খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকমতো না দিয়ে নিন্দা কুড়িয়েছে। চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি জাতীয় দলের এক ক্রিকেটারকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করে আলোচনায় এসেছে।

তামিম জানালেন, বরিশালের সাফল্যের পেছনে বড় একটি কারণ, খেলোয়াড়দের সম্মান পাওয়ার নিশ্চয়তাও। তামিম যোগ করেন, ‘এর পাশাপাশি যেভাবে পুরো ফ্র্যাঞ্চাইজি কাজ করে। আমরা কখনও আউট অব দ্য বক্স কিছু করিনি। টুর্নামেন্টে যা কিছুই হোক না কেন, একটা ব্যাপার গ্যারান্টেড, প্লেয়ারদের সম্মান। অন্যকিছুর গ্যারান্টি নেই। পারফরম্যান্সের কারণে বেশি ভালোবাসা হবে না বা খারাপ খেলার কারণে খারাপ ব্যবহার করা হবে না।’

তামিমের ধারণা, বরিশালের যাত্রাটা গতবার এর চেয়ে কঠিন ছিল। চ্যালেঞ্জটাও ছিল আগেরবার বেশি। তার ভাষায়, ‘গতবারের চ্যালেঞ্জ অনেক ভিন্ন ছিল। মাঝে টুর্নামেন্ট থেকে আমরা এক ম্যাচ বাকি ছিলাম বাদ পড়া থেকে। সেখান থেকে জিতে জিতে ফাইনালে গিয়ে জেতা। এবার একটু ভিন্ন। আমাদের সেরকম চ্যালেঞ্জে পড়তে হয়নি। কোয়ালিফায়িংয়ে এক ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের দল এখন অনেক রিল্যাক্স আছে। যদি আমরা প্ল্যান কাজে লাগাতে পারি, তাহলে আমাদের পক্ষে আসবে সবকিছু।’

Advertisement

এআরবি/এমএমআর/জেআইএম