মাদারীপুর শহরে আওয়ামী লীগের জেলা কার্যালয় দ্বিতীয়বার ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
Advertisement
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ছাত্র-জনতা বিক্ষোভও করে।
এর আগে দুপুরে শহরের পুরান বাজার এলাকায় ছাত্র-জনতা মিছিল বের করে। এরপর মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
মাদারীপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙে ফেলা হয়।
Advertisement
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলেন সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জেআইএম
Advertisement