একুশে বইমেলা

রাসেল মাহমুদের ‘এই পাওয়া না পাওয়ার শহরে’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো রাসেল মাহমুদের গল্পগ্রন্থ ‘এই পাওয়া না পাওয়ার শহরে’। বইটি প্রকাশ করেছে বইমই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নোশিন তাবাসসুম। বইটির মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।

Advertisement

বইটি সম্পর্কে লেখক রাসেল মাহমুদ বলেন, ‘বইটি প্রত্যেক পাঠকের মন খারাপের সঙ্গী হিসেবে সব সময় পাশে থাকবে।বইয়ে লেখা প্রতিটি শব্দই পাঠকের জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে শেখাবে।’

লেখক বলেন, ‘মফস্বল শহরের মানুষের জীবন একদমই বৈচিত্র্যপূর্ণ। প্রতিটি গল্পে চেনা-অচেনা মানুষগুলোর বিচরণ তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, চাওয়া-পাওয়া, জীবনের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে যাওয়ার গল্প।’

আরও পড়ুন রাশেদের কবিতার বই ‘পাঁজর জুড়ে কোলাহল’  আরিফুর রহমানের উপন্যাস ‘শেষ তিন ঘণ্টা’ 

তিনি আরও বলেন, ‘সুন্দর সাবলীল সহজ-সরল শব্দের উপমায় নান্দনিক সৌন্দর্যে সমৃদ্ধ বইটি বইপ্রেমীদের মনে দোলা দেবে। জীবনে একবার হলেও প্রতিটি সচেতন পাঠককে বইটি ছুঁয়ে দেখার আমন্ত্রণ জানাই।’

Advertisement

লেখকের প্রথম প্রকাশিত আত্ম-উন্নয়নমূলক বই ‘জীবন স্ক্রিপটেড নয়’ বইটি পাঠকের মাঝে বেশ সাড়া ফেলেছে। তিনি বাবার প্রতিষ্ঠান মন্ডল ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অব কোম্পানির কো-অর্ডিনেটর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসইউ/জিকেএস