কুমিল্লা আদালত প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
Advertisement
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা আদালত চত্বরে জড়ো হতে থাকে। পৌনে ৫টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার মুজিববাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়ে গেছে। আমরা কুমিল্লা থেকে জানিয়ে দিতে চাই, তার বাবার শেষ চিহ্নটুকু সারাদেশ থেকে মুছে দেওয়া হবে।’
Advertisement
তিনি আরও বলেন, কুমিল্লা নগরীর যেখানে যেখানে মুজিবের কেবলা রয়েছে, এক এক করে সবগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস