চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড খেলতে পারবেন না, কয়েকদিন ধরেই এমন আশঙ্কা করছিল অস্ট্রেলিয়া। অবশেষে শঙ্কাই সত্যি হলো। কামিন্স ও হ্যাজেলউডকে হারিয়েই ফেললো বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন দুই তারকা পেসার।
Advertisement
আজ বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ইনজুরিতে পড়েন কামিন্স। যে কারণে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজে ছিলেন না অসিদের নিয়মিত অধিনায়ক। এরপর তাকে ছাড়াই ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন কামিন্স। তবে শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছেড়েনি। নিজেকে ফিট করে তুলতে পারেননি অসি অলরাউন্ডার।
Advertisement
অন্যদিকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্রিসবেনে তৃতীয় টেস্টের পর কোমরের ইনজুরিতে পড়েন হ্যাজেলউড। পরে ওই সিরিজ থেকেই ছিটকে যান ডানহাতি এই পেসার।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘দুর্ভাগ্যবশত প্যাট, জশ এবং মিচ (মার্শ) ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হতে পারেনি। এটি হতাশাজনক হলেও অন্য খেলোয়াড়দের জন্য বিশ্ব ইভেন্টে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ।’
কামিন্সের অনুপস্থিতিতে ট্রাভিস হেড অথবা স্টিভ স্মিথ অধিনায়কের দায়িত্ব নিতে পারেন। বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও অসিদের নেতৃত্ব দিচ্ছেন স্মিথ।
আজ বৃহস্পতিবার সকালের দিকে অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নেন।
Advertisement
সাম্প্রতিক এসব রদবদলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে চার পরিবর্তন আনতে হবে অস্ট্রেলিয়ার। পাকিস্তানের আয়োজনে টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়া গ্রুপ বি-তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে খেলবে।
এমএইচ/জেআইএম