‘কোমল ধানের শীষে, দুঃখরা যায় মিশে’। অভিনেত্রী নাজিফা তুষির ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা এক ছবির ক্যাপশন। সাদা-কালো ওই ছবিতে শুভ্রতা ছড়াচ্ছেন অভিনেত্রী। কিন্তু ধানক্ষেত থেকে এ কী বার্তা দিলেন 'হাওয়া' তারকা!
Advertisement
‘হাওয়া’র সুবাদে বেড়েছে তুষির অনুরাগী, ফেসবুক-ইনস্টাগ্রামে বেড়েছে অনুসারী। তাকে এখন সেখানেই বেশি পাওয়া যায়। নানা রূপে তুষিকে চষে বেড়াতে দেখা যায় অরণ্য, সাগর আর সুসজ্জিত গৃহকোনে।
নাজিফা তুষির ইনস্টাগ্রাম স্টোরি থেকে
২০২২ সালে মুক্তির পর দেশ ও দেশের বাইরে ‘হাওয়া’ ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক সফলতাও পায়। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষিও। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর সুমনের সিনেমায় আবার দেখা যাবে নাজিফা তুষিকে।
Advertisement
যদিও পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই তুষিকে নিয়ে করা নতুন ছবির বিষয়ে কথা বলছেন না। তবে শুটিং ইউনিট–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে নতুন ছবির শুটিং শেষ করেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
নাজিফা তুষি। ছবি: সংগৃহীত
নাজিফা তুষি জাগো নিউজকে আভাস দিয়ে রেখেছিলেন, ‘কাজ করছি। কিন্তু কাজ নিয়ে কিছু বলা যাবে না। কবে, কখন মুক্তি পাবে, তা নিয়ে কিছুই জানি না। আমার কাজ শেষ। ছবি করেছি, করব, হবে, হচ্ছেও। সব রকম প্রক্রিয়ার মধ্যে আছি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ—সব দিকেই আছি। হচ্ছে, হবে, চলমান।’
২০১৪ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে বিনোদন অঙ্গনে আসেন নাজিফা তুষি। নাম লেখান বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে। টিভি অনুষ্ঠান সঞ্চালনা করলেও টিভিনাটকে অভিনয় করেননি কখনো। লক্ষ্য ছিল সিনেমা। ২০১৬ সালে রেদওয়ান রনির পরিচালনায় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ ও কুমার উদয়। এরপর দীর্ঘ বিরতির পর ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় করেন তুষি। ছবিটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তিনি ও তার সহশিল্পীরা। ২০২২ সালে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।
Advertisement
নাজিফা তুষি। ছবি: সংগৃহীত
ধানের শীষে দুঃখ মিলিয়ে দেওয়ার যে বার্তা, তার ভিন্ন কোনো ইশারা থাকতেই পারে। কিংবা ভালোবাসার মানুষকে কোমল ধানের শীষ নাম দিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী। গোপন প্রেম তিনি গোপন রেখেই এগিয়ে নিতে চান ক্যারিয়ার।
এমআই/আরএমডি/এমএমএফ/জেআইএম