দেশজুড়ে

ডাকাতিয়ায় বাঁধ দিয়ে মাছ শিকার, পানি সংকটে হাজারো কৃষক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারে নেমেছে এক শ্রেণির অসাধু চক্র। এতে করে পানি সংকটে পড়েছেন ওই এলাকার হাজারো কৃষক।

Advertisement

সরেজমিনে দেখা যায়, জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় অপর পাশে নেই পানি। এতে গল্লাক থেকে শুরু করে দক্ষিণে লক্ষ্মীপুরের কাটাখালি পর্যন্ত হুমকিতে পড়েছে অন্তত ৫০০ হেক্টরের আবাদি কৃষি জমি।

স্থানীয় বাসিন্দা কিবরিয়া জানান, কিছু মানুষ লাভবান হওয়ার জন্য নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকসহ স্থানীয় মানুষ। নদীতে পানি একেবারে কম, তার ওপর বাঁধ দেওয়ায় আমরা পানি সংকটে ভুগছি।

কৃষক সুকুমার বলেন, ডাকাতিয়ার এ শাখা নদীটি মৃতপ্রায়। কোনো গভীরতা নেই। এরমধ্যে বাঁধ দিয়ে মাছ ধরলে নদীকে আর বাঁচানো যাবে না। পানি সংকটে ফসলি জমিতে পানি দিতে পারছি না। এতে করে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। নদীর বাঁধ অপসারণ করে পানির ব্যবস্থা করতে হবে।

Advertisement

স্থানীয় স্কিম ম্যানেজার মোহসীন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করতে স্থানীয়দের নিষেধাজ্ঞা করা হয়েছে। নদী গভীরতা বাড়াতে খনন জরুরি। না হলে কৃষকদের রোপা আমনে প্রভাব পড়বে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে তদন্ত চলছে। কোথায় কোথায় বাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছে সেটি চিহ্নিত করা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় বাঁধগুলো অপসারণ করা হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

Advertisement