বিনোদন

ফারিয়াও কি দেশ ছাড়ছেন

যুক্তরাজ্যে পড়তে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, ছড়িয়েছে এ রকম এক খবর। এর আগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল পড়েছেন বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী। এবার ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন ফারিয়া। তবে অনেকে মনে করছেন, আসলে দেশ ছাড়তে চাইছেন এই অভিনেত্রী।

Advertisement

দেশ ছাড়া নাকি পড়াশোনা? জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি এই অভিনেত্রী। সর্বশেষ ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে দেখা যায় এই অভিনেত্রীকে। সেখানে শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর পর তাকে আর কোনো ছবিতে দেখা যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি।

তবে এখনও মুক্তির অপেক্ষায় আছে ফারিয়া অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’ নামের একটি সিনেমা। এ ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘জ্বীন থ্রি’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এ ছবিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

অনুষ্ঠান সঞ্চালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। একে একে বিগ বাজেটের ‘বাদশা দ্য ডন’, ‘হিরো ৪২০’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাত তেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বস টু’, ‘শাহেনশাহ’সহ ঢালিউড ও টালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। 

Advertisement

এমআই/আরএমডি