আন্তর্জাতিক

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফল ৮ ফেব্রুয়ারি

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ৫৭ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

Advertisement

নির্বাচনি তফসিল অনুযায়ী ৮ ফেব্রুয়ারি হবে ভোট গণনা। এরপরই জানা যাবে, আগামী ৫ বছর কে শাসন করতে চলেছেন দিল্লি।

এর আগে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরি, দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার তাদের ভোট দিয়েছেন।

৭০ আসনের বিধানসভায় টানা চতুর্থবারের মতো জয়ের আশা করছে আম আদমি পার্টি। দলটির দাবি, ৫৫ আসনে জয় পাবে তারা। অন্যদিকে, ২৭ বছর পর দিল্লি বিধানসভায় জিততে মরিয়া বিজেপি। দিল্লির ক্ষমতায় ফিরতে পিছিয়ে নেই কংগ্রেসও। গত ২টি বিধানসভা নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি তারা।

Advertisement

তবে এবারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কংগ্রেস ও ক্ষমতাসীন আম আদমি পার্টির মধ্যে ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

দিল্লির ৭০ আসনের বিধানসভার নির্বাচনে ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছে প্রায় দেড় কোটি। ফলে, আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখে ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগে সিলামপুর, জংপুরা ও কস্তুরবা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও এসব অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে বিভিন্ন দলের নেতারা ঘটনাস্থল ত্যাগ করেছেন ও দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Advertisement

এসএএইচ