খেলাধুলা

মাহিদুল-হেটমায়ারের ব্যাটে বিপদ কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজি খুলনার

৪২ রানে ছিল না ৪ উইকেট। রানরেটও ভালো ছিল না। খুলনা টাইগার্সের জন্য লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন আর সিমরন হেটমায়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহই গড়ে ফেলেছে খুলনা।

Advertisement

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মেহেদী হাসান মিরাজের দল ৬ উইকেটে তুলেছে ১৬৩ রান। অর্থাৎ ফাইনালে যেতে হলে চিটাগং কিংসকে করতে হবে ১৬৪।

মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স। প্রথম চার ব্যাটারের তিনজনই ফেরেন দশের নিচে। মেহেদী হাসান মিরাজ ২, অ্যালেক্স রস ০ আর আফিফ হোসেন করেন ৮ রান।

দুর্দান্ত ধারাবাহিক নাইম শেখ এবারের বিপিএলে পাঁচশো রান পূর্ণ করলেও ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ১৯ করে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে খুলনা।

Advertisement

সেখান থেকে হাল ধরেন সিমরন হেটমায়ার আর মাহিদুল ইসলাম অঙ্কন। ৫০ বলে ৭৩ রানের ঝোড়ো জুটিতে বিপর্যয় কাটিয়ে উঠেন তারা। ৩২ বলে ১ চার আর ৩ ছক্কায় ৪১ করে আউট হন অঙ্কন, দলকে ১১৫ রানে রেখে।

এরপর খুলনাকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়ার কাজটি করেছেন হেটমায়ার। ৩৩ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দেন ক্যারিবীয় ব্যাটার। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে খুলনা।

চিটাগং কিংসের বিনুরা ফার্নান্ডো ২৭ রান দিয়ে নেন ২টি উইকেট।

এমএমআর/জিকেএস

Advertisement