জাতীয়

জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন ড. ইকরামুল হক

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩ (২) (ছ) এবং বিধি ৩(৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে কমিশনের সদস্য মনোনীত করেছেন। তিনি আগামী পাঁচ বছর জুডিসিয়াল সার্ভিস কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরএমএম/এমএএইচ/

Advertisement