বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।
Advertisement
সোমবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩ (২) (ছ) এবং বিধি ৩(৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে কমিশনের সদস্য মনোনীত করেছেন। তিনি আগামী পাঁচ বছর জুডিসিয়াল সার্ভিস কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরএমএম/এমএএইচ/
Advertisement