অর্থনীতি

বর্ধিত শুল্ক না কমানোয় আমদানির ফল খালাস বন্ধ

তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় মঙ্গল (৪ ফেব্রুয়ারি) ও বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ফল খালাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারকরা।

Advertisement

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই দুদিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আমদানিকারক ব্যবসায়ীরা।

আরও পড়ুনবাড়তি ভ্যাট প্রত্যাহার না করলে ফল আমদানি বন্ধের হুমকিভ্যাট বাড়ানোয় ২৫ টাকার জুস হবে ৩৩ টাকা

মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দিয়েছি। বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের দাম বেড়ে গেছে। বাজারে ফল বিক্রি হচ্ছে না। যে কারণে ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।

Advertisement

এমডিআইএইচ/ইএ/জেআইএম