আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা মুমিনের বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর আনুগত্য ও রহমত লাভ করা যায়, আল্লাহর আজাব থেকে বাঁচা যায়, শয়তানের ধোঁকা ও দুনিয়াবি বিপদ-আপদ থেকে বেঁচে থাকা যায়, একইভাবে দোয়ার মাধ্যমে ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি বান্দার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায়। বান্দার বিনয় ও অহংকারহীনতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। (সুরা গাফির: ৬০)
Advertisement
নবিজির (সা.) একটি প্রিয় আমল ছিল দোয়া। নবিজির (সা.) চমৎকার অনেক দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এখানে আমরা এমনই একটি দোয়া উল্লেখ করছি যে দোয়ায় তিনি আল্লাহর কাছে তার সাহায্য, হেদায়াত, ইবাদতের তওফিক ও অন্তরের পরিশুদ্ধি প্রার্থনা করেছেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন,
رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَسَدِّدْ لِسَانِي وَاهْدِ قَلْبِي وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي
Advertisement
উচ্চারণ: রব্বি আইন্নী ওয়ালা তুইন আলাইয়া ওয়ানসুরনী ওয়ালা তানসুর আলাইয়া ওয়ামকুর লী ওয়ালা তামকুর আলাইয়া, ওয়াহদিনী ওয়াইয়াসসিরিল হুদা লী ওয়ানসুরনী আলা মান বাগা আলাইয়া। রব্বিজআলনী লাকা শাক্কারান লাকা যাক্কারান লাকা রাহহাবান লাকা মিতওয়াআন লাকা মুখবিতান ইলাইকা আাওয়াহান মুনীবা। রব্বি তাকাব্বাল তাওবাতী ওয়াগসিল হাউবাতী ওয়াজিব দা’ওয়াতী ওয়াসসাব্বিত হুজ্জাতী ওয়া সাদ্দিদ লিসানী, ওয়াহদি ক্বালবি ওয়াসলুল সাহীমাতা সাদরী।
অর্থ: হে আমার রব! আপনি আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে সাহায্য করবেন না। আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে সাহায্য করবেন না। আমার জন্য কৌশল করুন, আমার বিরুদ্ধে কৌশল করবেন না। আমাকে সঠিক পথ দেখান এবং আমার জন্য হেদায়াতকে সহজ করে দিন। যারা আমার ওপর জুলুম করে, তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। হে আমার রব! আমাকে আপনার প্রতি কৃতজ্ঞ বানান, আপনার অধিক স্মরণকারী বানান, আপনার প্রতি ভয় পোষণকারী বানান, আপনার আনুগত্যশীল বানান, আপনার সামনে বিনয়াবনত বানান, আপনার দিকে মনোনিবেশকারী বানান এবং আপনার কাছে বারবার ফিরে আসার অভ্যাস দান করুন। হে আমার রব! আমার তওবা কবুল করুন, আমার পাপ ধুয়ে ফেলুন, আমার দোয়া কবুল করুন, আমার দলিল-প্রমাণ দৃঢ় করুন, আমার জবানকে সঠিক রাখুন, আমার অন্তরকে হেদায়াত দিন এবং আমার অন্তর থেকে হিংসা ও বিদ্বেষ বের করে দিন। (সুনানে তিরমিজি: ৩৫৫১)
এ দোয়াটিতে একইসাথে আল্লাহর সাহায্য, হেদায়াত, ক্ষমা ও অন্তরের পরিশুদ্ধি ও পবিত্রতা প্রার্থানা করা হয়েছে। নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শেখানো এ দোয়া আমাদের জীবনে সব ক্ষেত্রে আল্লাহর দয়া ও সাহায্য লাভের মাধ্যম হতে পারে।
ওএফএফ/এএসএম
Advertisement