দেশজুড়ে

সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে শাহিদা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আবদুল মমিনের স্ত্রী।

Advertisement

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার ফজর নামাজের সময় নিহত শাহিদা বেগমের স্বামী আবদুল মমিন স্ত্রীকে নামাজের জন্য ডেকে মসজিদে যান। মসজিদ থেকে বাসায় ফিরে তিনি স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবেশিরাও খুঁজতে থাকেন। এক পর্যায়ে ঘরের পিছনের সেপটিক ট্যাংকের কাছে তার ব্যবহৃত জুতা ও মাটিতে টানাহেচড়ার দাগ দেখা যায়। পরে সেপটিক ট্যাংকে শাহিদা বেগমের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শাহিদা বেগমের মেয়ে জামাতা শাহাদাৎ হোসেন বলেন, আমার শ্বশুরদের সঙ্গে জমিজমা নিয়ে তার ভাইদের দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে এলাকায় একাধিক সালিশও হয়েছে। তারা আমার শ্বশুরদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। সকালে সেপটিক ট্যাংকে শ্বাশুড়ির মরদেহ পাওয়া রহস্যজনক। এটি পরিকল্পিত হত্যা বলে আমরা মনে করি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করছি।

Advertisement

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহম্মেদ বলেন, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করতে সেপটিক ট্যাংকে ফেলা হয়। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম