দেশজুড়ে

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রহমতউল্লাহ পালাশ আহ্বায়ক ও আবু জাহিদ বাবলু সদস্য সচিব হয়েছেন।

Advertisement

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদি, তাসকিন আহমেদ চিশতি, ডা. জাহিদ আহমেদ চিন্টু, ডা. মনিরুজ্জামান ও মো. আক্তারুল ইসলাম।

দলীয় সূত্র জানিয়েছে, সর্বশেষ ২০১৯ সালের ১১ ডিসেম্বর অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীকে আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ইউনিটের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয় চিঠিতে। তবে ৫ বছর পার হলেও সেই কমিটি পূর্ণাঙ্গ হয়নি।

Advertisement

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস